
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় আল-কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ জন গরীব ও অসহায় প্রতিবন্ধীর মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার সকালে উপজেলার ২নং কপিলমুনি ইউনিয়নের কাজী মুছা মসজিদ চত্বরে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্র নেতা এস. এম. রফিকুল ইসলাম রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছার আলমতলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও দানবীর শরিফুল ইসলাম খোকন সানা।
অস্ট্রেলিয়াভিত্তিক দাতব্য সংস্থা Let’s Work for Bangladesh এর আর্থিক সহায়তায় পরিচালিত ইউনিভার্সাল অ্যামিটি ফাউন্ডেশন-এর প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাহফুজুর রহমানের সার্বিক দিকনির্দেশনায় এ খাদ্য সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন—শেখ ইদ্রিস আলী, নজরুল ইসলাম, এস. এম. শাহাবুদ্দিন, শফিকুল ইসলাম শান্তসহ স্থানীয় সমাজসেবক ও এলাকাবাসী।
অনুষ্ঠানে প্রধান অতিথি এস. এম. রফিকুল ইসলাম রফিক বলেন, পাইকগাছা উপজেলার গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দীর্ঘদিন ধরে নিরবে কাজ করে যাচ্ছে আল-কোরআন ফাউন্ডেশন। খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও নানামুখী মানবিক কার্যক্রমের মাধ্যমে ফাউন্ডেশনটি সমাজে এক অনুকরণীয় ভূমিকা রাখছে।
তিনি আরও জানান, ধারাবাহিক মানবিক উদ্যোগের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১০ কেজি করে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।























