
এম জালাল উদ্দীন
খুলনা- পাইকগাছা।।
পাইকগাছা থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত একজন আসামিকে সহ অন্যান্য মামলার আরো দুই জনকে আটক করেছে থানা পুলিশ। আটককৃতদের সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে- রবিবার রাতে থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের দিকনির্দেশনা মোতাবেক এএসআই আলতাফ মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দক্ষিণ কুমখালী গ্রামের মৃত অধীর চন্দ্র মন্ডলের ছেলে শংকর চন্দ্র মন্ডলকে সিআর মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আটক করেছে। অপরদিকে উপজেলার অন্যান্য এলাকা থেকে পরোয়ানাভুক্ত আরো দুই আসামিকে আটক করেছে থানা পুলিশ।
এবিষয়ে পাইকগাছা থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেনের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- আটক সকল আসামিকে সোমবার দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।