
এম জালাল উদ্দীন, পাইকগাছা
পাইকগাছায় ছাত্র জনতা ও সাধারণ জনগণের অব্যহত আন্দোলনের মুখে চেয়ারম্যানী পদ থেকে পদত্যাগ করেতে বাধ্য হয়েছেন রাড়ুলী ইউনিয়নের ৬বারের নির্বাচিত চেয়ারম্যান সাবেক অধ্যাক্ষ বীরমুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীগীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ।
গতকাল ১৫ ফেব্রুয়ারি শনিবার ছাত্র জনতা ও সাধারণ জনগণের আহবানে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের খবরটি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক প্রচার হয়। মানববন্ধন থেকে ঘোষনা করা হয় আজ -১৬ফেব্রুয়ারি- ইউনিয়ন পরিষদে মানববন্ধন অনুষ্ঠান হবে।
আজ রবিবার সকালে ছাত্র-জনতা ও এলাকাবাসী ইউনিয়ন পরিষদের সামনে একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শুরু করলে উপায়ন্ত না পেয়ে চেয়ারম্যান আবুল কালাম আজাদ পদত্যাগের সিদ্ধান্ত নেন। এসময় তিনি বার্ধক্য ও অসুস্থতার কারন উল্লেখ করে জেলা প্রশাসক বরাবর পদত্যাগের আবেদন করেন।
পদত্যাগের বিষয়টি জানাজানি হলে আন্দোলকারীদের মধ্য আনন্দের বন্যা বয়ে যায়। আনন্দ মিছিল করে মিষ্টি বিতরন করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান, রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের পদত্যাগ পত্র পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসক বরাবর আবেদন পত্রটি পাঠাবো।