![](https://dainikajkerbangla.net/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজে উৎসব মুখর পরিবেশে ১০৫ তম সরস্বতী পূজা উদযাপন করা হয়েছে।
মাঘ মাসের শুক্ল পক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা করা হয়। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন সরস্বতী পূজা করলে বিদ্যা লাভ হয়। সরস্বতী পূজা করার মূল কথা হলো জ্ঞানের প্রতি শ্রদ্ধা প্রকাশ করা। সরস্বতী পূজা করলে শিক্ষার্থীদের বিদ্যা অর্জনে আগ্রহী হবে।
সনাতন ধর্মাবলম্বীরা মনে করেন সরস্বতী বিদ্যার দেবী। সরস্বতী দেবীর এক হাতে থাকে পুস্তক, অপর হাতে থাকে বীণা। তাই সরস্বতী দেবীকে বীণাপাণি বলা হয়। সরস্বতীর বাহন হলো হাঁস।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুকুমার চন্দ্র কর কে আহবায়ক করে ৬ সদস্য বিশিষ্ট সরস্বতী পূজা উদযাপন কমিটি গঠন করা হয়েছে। সিনিয়র শিক্ষক দুলু চন্দ্র সূএধর, সিনিয়র শিক্ষক ছন্দা রানী সাহা, সিনিয়র শিক্ষক সুজিত কুমার দাস, সিনিয়র শিক্ষক সুজন দও, সিনিয়র শিক্ষক পঞ্চমী রানী দে, সহকারী শিক্ষক রমা রানী সাহা।
সরস্বতী পূজার সার্বিক তত্বাবধানে ছিলেন
অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ।
সিনিয়র শিক্ষক সুজিত কুমার দাস জানান,
আমি ২০১০সালে বিদ্যালয়ে যোগদান করার পর থেকে স্কুলে সরস্বতী পূজা করে আসছি। বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সাথে পূজা করার অন্য রকম এক অনুভূতি। সবাই মিলে এক সাথে পূজা করলে উৎসব মুখর পরিবেশে পূজা উদযাপন করা যায়। বিদ্যা দেবী আমাদের বিদ্যা দান করবেন এ কামনায় আমরা প্রতি বছর সরস্বতী মায়ের চরনে পুষ্প অর্পন করি।