
অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদীর পলাশে বিএনপি, জামায়াতের ডাকা অবরোধে মিছিল করেছে আওয়ামীলীগ ।পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ নেতৃত্বে নরসিসংদী ২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ দিলিপে নির্দেশনায় আজ ঢাকা -সিলেট মহাসড়কের পাশে অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামীলীগ।
পলাশ থেকে সকল প্রকার যানবাহন চলাচল করেছে। অফিস আদালত, স্কুল – কলেজে, ব্যাংক, দোকান পার্ট খোলা ছিল। অবরোধে জনগনের জীবন যাএা স্বাভাবিক ছিল । ঢাকা – সিলেট মহা সড়কে যান চলাচল করতে দেখা গেছে। তবে দূরপাল্লার বাসের সংখ্যা কম ছিল। পলাশে সারাদিন আওয়ামীলীগ, ছাএলীগের মিছিল করেছে। । ঢাকা সিলেটের মহাসড়কে ছিল আওয়ামীলীগের দখলে।
আওয়ামীলীগের অবরোধ বিরোধী মিছিল করেছে । বিএনপি, জামায়েতের কোন মিছিল পলাশে দেখা যায়নি।
পলাশে ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার, পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার অমিত প্রান্ত, আমদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লা রহিজ উদ্দিন মিঠুন,আমদিয়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নাজিম উদ্দিন ভূইয়া রিপন প্রমুখের নেতৃত্বে আওয়ামীলীগের হরতাল বিরোধী মিছিল করেছে। এ রির্পোট লিখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।