
জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-পবিপ্রবি- শালবন ছাত্রকল্যাণ সমিতির ২০২৩-২৪’র কার্যনির্বাহী কমিটির সভাপতি পদে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মৃদুল ও সাধারণ সম্পাদক পদে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান অনুষদের মো: তুহিন হোসাইন সুমন নির্বাচিত হয়েছে।
সদ্য সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উক্ত কমিটি প্রকাশিত হয়। শালবন ছাত্র কল্যাণ সমিতি পবিপ্রবিস্থ গাজীপুর জেলা থেকে আগত ছাত্র ছাত্রীদের সংগঠন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক তুহিন হোসাইন সুমন বলেন, শালবন ছাত্রকল্যাণ সমিতি আমাদের আবেগ ও ভালোবাসার জায়গা।আশা করি,নতুন এই পথচলায় সকলের সহযোগিতা এবং পাশে পাবো।
নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ আল মৃদুল বলেন,” নিজেদের শিক্ষা, সংস্কৃতি ও মেধাকে বিকশিত করার লক্ষ্যে গড়ে উঠা এই সংগঠনের এতো বড় দায়িত্ব পেয়ে সত্যিই আজ আমি আবেগে উচ্ছ্বসিত। পবিপ্রবিতে অধ্যয়নরত গাজীপুর জেলার প্রতিটি শিক্ষার্থীর আনন্দ বেদনা যাতে একসাথে ভাগ করে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি সকলের কাছে সেই দোয়া প্রত্যাশি।