মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ আগস্ট) দুপুরের দিকে উপজেলার ১নং রণগোপালদী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গুলি আউলিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত প্রভা রানী প্রিতী (২) একই গ্রামের রত্নেশ্বর বিশ্বাস কন্যা।
মৃত শিশু কন্যা প্রভার চাচা অশোক বিশ্বাস জানান, বুধবার দুপুরের দিকে সে সবার অজান্তে খেলার ছলে ঘর থেকে বের হয়। পরবর্তীতে তাকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুজির পর বাড়ির মধ্যে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ জসীম উদ্দিন সরকার শিশু কন্যা প্রভাকে মৃত ঘোষণা করেন।