মিজানুর রহমান অপু,
পটুয়াখালী জেলা প্রতিনিধি।।
পটুয়াখালীর কুয়াকাটায় সুমাইয়া(২০) নামক এক গৃহবধুর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে মহিপুর থানার ধুলাসার ইউপির নয়াকাটা গ্রামে ঘরের দোতালায় গৃহবধুকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে মহিপুর থানা পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃত সুমাইয়া ওই এলাকার) মাসুদ মিয়ার স্ত্রী ও লালুয়া ইউপির চান্দুপাড়া গ্রামের শাহাজাদার মেয়ে। স্থানীয়রা জানান প্রতিবেশি এক নারী ওই বাড়িতে রান্নার তেল নিতে আসেন। এসময় তিনি সুমাইয়ার খোঁজ করে ঘরের দোতালায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দিয়ে পরিবারের সদস্যদের জানান। ধুলাসার ইউপি চেয়ারম্যান আবদুল জলিল আকন্দ জানান,গৃহবধুর আত্মহত্যার ঘটনা
শুনেছি। তবে আসল ঘটনা কি তা আমার জানা নেই। কলাপাড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহম্মদ আলী জানান, মরাদেহ উদ্ধার করে মর্গে
পাঠানোর প্রস্তুতি চলছে। পোষ্টমর্টেম রিপোর্ট হাতে পেলে বলা যাবে সঠিক কি কারনে গৃহবুধুর মৃত্যু হয়েছে। এর আগে কিছুই বলা যাচ্ছে না।