সোমনাথ সেন শুভ, পটিয়া প্রতিনিধি
চট্টগ্রামের পটিয়ার কচুয়াই ইউনিয়নের আজিমপুর এলাকায় সড়কের পাশে বিল থেকে দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার -২৩ জানুয়ারি- সকালে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ -চমেক- মর্গে পাঠানো হয়।
স্থানীয়রা জানান- বিলের মধ্যে মরদেহ দুটি বেল্ট দিয়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। তারা তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
পটিয়া থানার অফিসার ইনচার্জ -ওসি- আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন -ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিদের অন্য কোথাও হত্যা করে এখানে মরদেহ ফেলে দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করেছি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।