মিজানুর রহমান অপু
পটুয়াখালী প্রতিনিধি।।
পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর সুবিদখালী (বটতলা) গ্রামের মো: সাফায়েত হোসেন নামে ৬ বছরের এক শিশু ডোবার পানিতে পড়ে মৃত্যু হয়েছে। শনিবার (৭ আগস্ট) বেলা ১২.০০ টায় এই দুর্ঘটনা ঘটে।
মৃত সাফায়াত উত্তর আমড়াগাছিয়া গ্রামের বাসিন্দা সুবিদখালী মহিলা কলেজের প্রভাষক মো: ফিরোজ আলম জুয়েল’র একমাত্র ছেলে ও সুবিদখালী প্রি-ক্যাডেট নূরানী তালীমূল কুরআন মাদ্রাসার প্রথম জামাতের ছাত্র।
স্থানীয় সূত্রে যানা যায়, মোঃ ফিরোজ আলম জুয়েল পরিবার নিয়ে উত্তর সুবিদখালী ভাড়া বাসায় থাকেন। বাস সংলগ্ন বালুর মাঠে ফুটবল নিয়ে খেলতে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন কোথাও তাকে দেখতে না পেয়ে চারপাশে খোঁজাখুজি শুরু করে। কিছুক্ষন পর তার বাবা খোঁজ করতে গেলে মাঠের পাশে ডোবায় বল ভাসতে দেখে সেখানে নেমে খোঁজাখুাঁজ শুরুকরে। এক পর্যায়ে সাফায়াতকে পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
স্থানীয় আমড়াগাছিয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সুলতান আহমদ জানান, একমাত্র ছেলের মৃত্যুতে পরিবারের পশিাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।