
নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় অসহায় বিধবা নারীর ঘরে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার দিবাগত রাতের কোন এক সময় সুবর্ণচর উপজেলার ৫নং চর জুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর কচ্ছপিয়া বান্দের হাট সংলগ্ন মৃত বাবুল সারেংয়ের ঘরে এ ঘটনা ঘটে।
জানা যায়, চোরেরদল নগদ দুই লক্ষ টাকা ও বায়না দলিল নিয়ে গেছে দূবৃর্ত্তরা। এর মধ্যে তিন লক্ষ টাকার দুইটি ঘর বন্ধকের স্ট্যাম্প রয়েছে।
ভূক্তভোগী আমেনা বেগম জানান, তিনি গতকাল বৃহঃবার রাত সাড়ে ৭ টার দিকে পাশে তাহার বোনের বাড়ীতে ছেলেমেয়েদেরকে নিয়ে বেড়াতে গিয়ে ছিলেন। সকাল বেলা তাহার মেয়ে বাড়ীর হাঁস, মোরগ ছেড়ে দেওয়ার জন্য এসে দেখে ঘরের দরজা খোলা এবং ঘরের ভিতরে প্রবেশ করে দেখে জামাকাপড়সহ আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। মেয়ের চিৎকারে বাড়িতে এসে সব কিছু দেখি, আশেপাশের লোকজন ও দোকানদারদের ডেকে এসে উক্ত ঘটনা দেখায়। তিনি আরো বলেন তার ঘরে মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য রাখা নগদ দুই লক্ষ টাকা এবং বাড়ীর দলিল, বন্ধকীয় স্ট্যাম্প চুরি হয়ে যায়।
তিনি টাকাগুলো সংরক্ষন করে ছিলেন পুরাতন কাপড় চোপড়ের সু্ইটকেস এর ভিতরে, পরে খোঁজাখুজির একপর্যায়ে সু্ইটকেসটি পাশের বাড়ির জসিম উদ্দিন বদ্দার বাড়ির বাগানে পাওয়া যায়।
প্রতিবেশী নারী জসিম বদ্দার স্ত্রী স্বপ্না বেগম বলেন, তাহার মেযের জামাই সকাল বেলা ঘুম থেকে উঠে বাথরুমে গেলে ঘরের পিছনে সু্ইটকেসটি দেখতে পেয়ে আমাদেরকে জানান। পরে আমরা আশেপাশের লোকজনকে জানালে তারা এসে সু্ইটকেসটি খোলেন এবং এর মধ্যে পুরাতন কাপড় চোপড় দেখতে পান।
স্থানীয় উত্তর কচ্ছপিয়ার বাসিন্দা আবদুল কাইয়ুম জানান, ভূক্তভোগী আমেনা বেগম তার ঘর চুরির বিষয়টি আমাকে জানালে আমি, মোহাম্মদ সৌয়দ আহাম্মদ, আলমগীর হোসেন, জামসেদ, ছালা উদ্দিন, জসিম উদ্দিন, কামাল উদ্দিন, ইউছুপ, জামাল উদ্দিনকে নিয়ে ঘটনাস্থলে এসে দেখি, দরজা হুক কাটা এবং ঘরের ভিতরে আসবাবপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে।
এ ব্যাপারে ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ দুলাল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ফোনে ওই নারী ঘটনার বিষয়ে জানান। তিনি বলেন কাউকে সন্দেহ করেন কিনা এই বিষয়ে তিনি জিজ্ঞেস করেন।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান এই বিষয়ে আমি একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
























