
মোঃআবু কাওছার মিঠু
নারায়ণগঞ্জ প্রতিনিধি।।
দেশব্যাপি বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শান্তি মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ। রবিবার সকাল সাড়ে দশটায় কাঞ্চন সেতুর পশ্চিমপাশে কাঞ্চন-কু্ঁড়িল বিশ্বরোড মহাসড়কে উপজেলার আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান ভূইয়ার নেতৃত্বে শান্তিপূর্ণভাবে মিছিল করেন আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। মিছিলটি মহাসড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিল থেকে বিএনপির আগুন সন্ত্রাসের বিরুদ্ধে হুঁশিয়ারি শ্লোগান দেয়া হয়।
মিছিল শেষে উপজেলা আওয়ামীলীগেরর সাধারন সম্পাদক শাহজাহান ভূইয়া বলেন, বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করতে আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ-সংগঠন রাজপথে রয়েছে। আগামি দ্বাদশ জাতীয় নির্বাচনে শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত তারা রাজপথে থাকবেন।