
নাঈম ভূঁইয়া ,
নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে একটি ব্যতিক্রমি প্রতিযোগীতার আয়োজন করেছে এলাকার উলামায়েক্রাম এবং ধর্মপ্রাণ মুসলমানেরা। এই প্রথমবার সিরাত প্রতিযোগার আয়োজন করা হয়েছে। সিরাত প্রতিযোগাতা হলো, প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা। এর মাধ্যমে প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ শানে নুযূল সবার কাছে পৌঁছে দেওয়া। সকল মুসলমান সম্প্রদায়ের মানুষজন নবী মোহাম্মদ সাঃ এর জন্ম থেকে উনার মৃত্যু পর্যন্ত সকল কার্যক্রম সম্পর্কে জানতে পারে এবং উনার দেখানো পথে চলতে পারে।
এই প্রতিযোগীতার আয়োজন করে লাজনাতুত ত্বলাবা নিলক্ষা ইসলামি সংগঠন। তাদের হাত ধরে এতো সুন্দর ও মনোমুগ্ধকর একটি অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়েছে।
এই অনুষ্ঠানের আয়োজকদের সাথে কথা বলে জানতে পারি যে, উনারা প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জীবনী মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরার জন্য এই আয়োজন করে। উনারা আরও জানান যে, সমাজ ব্যবস্থা দিন দিন অবনতি ঘটেছে, যার ফলে সমাজে অশান্তি, ঝগড়াঝাটি, হানাহানি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পৃথিবীর মানুষ যদি নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর আদর্শ বুকে লালন করে উনার দেখানো পথে চলে তাহলে সমাজ থেকে শুরু করে দেশ সকল স্থানে শান্তির বার্তা পৌঁছে যাবে এবং দেশ ও সমাজের বর্তমান পরিস্থিতি বদলে শান্তি ও সমৃদ্ধির দিকে পৌছাবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত লোকজন জানান যে, তারা এই অনুষ্ঠানের মাধ্যমে প্রিয় নবী মোহাম্মদ (সাঃ) এর সম্পর্কে অনেক কিছু নতুন করে জানতে পেরেছে এবং মোহাম্মদ ( সাঃ) এর জীবনী তাদের অনুপ্রেরণা জাগিয়ে তুলতে সাহায্য করবে।
লাজনাতুত ত্বলাবা নিলক্ষা ইসলামিক সংগঠনের উদ্যোগ আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ইসলামের আলোয় নিলক্ষা কে আলোকিত করতে এই ব্যাতিক্রমী আয়োজনের উদ্দেশ্যে। নিলক্ষা কে একটি ইসলাম প্রেমী ও ইসলামিক মডেল ইউনিয়ন হিসেবে পরিনত করা! উক্ত সীরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিলক্ষা ইউনিয়ন এর কৃতি সন্তান মানবিক নেতা জি এম কাইয়ুম, হাফেজ মাওলানা মোক্তার হোসাইন ও মুফতি মতিন ভূইয়া সহ আরও অনেক আলেম সমাজ!
এই আয়োজন শেষে আয়োজকেরা উক্ত অনুষ্ঠানের অংশগ্রহনকারী প্রতিযোগীদের কে বিভিন্ন পুরষ্কার দিয়ে সম্মানিত করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত লোকজন সহ এলাকার সবাই এমন কাজে সন্তুষ্ট প্রকাশ করে।