
নালিতাবাড়ী প্রতিনিধি।।
শেরপুর নালিতাবাড়ীর বন্যা কবলিত এলাকার দুর্দশাগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা প্রদান করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
আকস্মিক পাহাড়ি ঢলে এ ভয়াবহ বন্যা পরিস্থিতি স্বচক্ষে দেখে কলসপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মঙ্গলবার -১৫ অক্টোবর- বিকাল ৩টায় অসহায়দের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তোলে দেন।
কলসপাড় ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে খাবার প্যাকেজ -৪ কেজি চাল- ১ কেজি ডাল- ২লিটার সয়াবিন তেল- ১ কেজি গুড়- ১ কেজি লবণ-২ কেজি তেল-২ কেজি পেঁয়াজ- ১কেজি মুড়ি-২কেজি চিড়া-২কেজি আলু ১কেজি ডাল- বিতরণ করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদ রানা-সংগঠনের মহাসচিব এস এম আজাদ হোসেন-ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ-ময়মনসিংহ জেলা শাখার উপদেষ্টা এক এ এম ফখরুল আলম বাপ্পি চৌধুরী-সভাপতি আব্দুল কাদের চৌধুরী-সহ সভাপতি স্বাধীন চৌধুরী।
স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করেছেন ১২নং কলসপাড় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ-প্রিন্সিপাল মুনীরুজ্জামান।
বিতরণের সময় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন- বানভাসি মানুষের জন্য ত্রাণ নিয়ে আসতে পারে খুব ভালো লাগছে। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই বন্যায় সকলের জন্য দোয়া করি।