
এস এম রনি,
“আমি কন্যাশিশু, স্বপ্নে গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে ৮ অক্টোবর বুধবার জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিনব্যাপী র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নিজে।
বক্তব্যে তিনি বলেন, “কন্যাশিশুদের নিরাপত্তা, শিক্ষা ও ক্ষমতায়নে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রাথমিক থেকে স্নাতক পর্যন্ত প্রায় ২.৫ কোটি কন্যাশিশু উপবৃত্তি পাচ্ছে এবং বিনাবেতনে শিক্ষার সুযোগ পাচ্ছে, ফলে শিক্ষায় তাদের ঝরে পড়ার হার কমেছে।”
তিনি আরও জানান, স্কুলে স্বাস্থ্যসম্মত ওয়াশ ব্লক স্থাপন করায় কন্যাশিশুদের উপস্থিতির হার বেড়েছে এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় লিঙ্গ সমতা অর্জিত হয়েছে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলমগীর হোসাইন। সঞ্চালনায় ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক ভিকারুন নেছা।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার ইসরাত জাহান, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফেরদৌসী বেগম।
অনুষ্ঠানের শেষাংশে ড্রেস মেকিং ও টেইলারিং ট্রেডের ১০ জন প্রশিক্ষণার্থীকে সেলাই মেশিন প্রদান করা হয়, যা তাদের আত্মনির্ভরশীলতা অর্জনে সহায়ক হবে###