অরবিন্দ রায়
স্টাফ রিপোর্টার।।
নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন- নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামিদের মধ্যে কয়েক জন আসামি আত্মসমর্পণ করেছে- আরো আসামি আত্মসমর্পণ করবে। এ পর্যন্ত চার আসামি সহ ৯৫ জন কে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়াও ৮৫ টি অস্ত্র লুটের ঘটনায় ৩৩ টি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নরসিংদী জেলা কারাগার পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরো জানান- নরসিংদী কারাগারে ৮২৬ জনের মধ্যে ৯ জন জঙ্গি ছিল । এদের মধ্যে দুই জন নারীজঙ্গি রয়েছে। জঙ্গিরা দেশের জন্য কতটা বিপজ্জনক। আওয়ামীলীগ সরকার দেশ- এগিয়ে নিয়ে যাচ্ছে -দেশ উন্নত হচ্ছে। বাংলাদেশ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলছে- দেশের উন্নয়নের ধ্বংস করাই ছিল দুষ্কৃতদের উদ্দেশ্য।
নরসিংদী কারাগার কর্তৃপক্ষের কোন গাফিলতি আছে কিনা তা তদন্ত করতে দুটি কমিটি গঠন করা হয়েছে। একটি কারা কর্তৃপক্ষ তদন্ত করবে। অন্যটি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী ১ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম হিরু- বীর প্রতীক- নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম- নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান- জননিরাপত্তা সচিব জাহাঙ্গীর আলম- বিজিবির ডিজি মেজর জেনারেল আশরাফ উদ্দিন প্রমুখ।