
অরবিন্দ রায় স্টাফ রিপোর্টার,
নরসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে দুর্বৃত্তরা গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে । সোমবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ এলাকার বাসিন্দা ও বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস সংযোগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
জানা যায়, সোমবার রাতে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে ও পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায় । এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল গণমাধ্যম কে বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।