
মো: আব্দুর রহিম, শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৪ জানুয়ারি) সন্ধায় রাজনগর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বটতলা বাজার এলাকার বিএনপি কার্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকা এবং দেশের মানুষের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করা হয়। এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন গণতন্ত্রের প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক চেতনা অনুসরণ করেই বিএনপি আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখবে।
শরীয়তপুর ২ আসনের নড়িয়া সখিপুরের বিএনপির মনোনীত প্রার্থী সফিকুর রহমান কিরনের নির্দেশনায় রাজনগর ইউনিয়ন বটতলা বাজার বিএনপির কার্যালয়ে এই দোয়া ও মাহফিল আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিএনপি নেতা মো সুজন বেপারী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মাস্টার, নড়িয়া উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সুলতানা মাহামুদ, রাজনগর ইউনিয়ন বিএনপি নেতা নেছারউদ্দিন মেলকারসহ স্থানীয় ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় আরও উপস্থিত ছিলেন দাদন মীর মালত, সাদেক আলী সরদার, ছাত্তার আকন, সাহা আলম ফরাজী, আসমত ফরাজী, আনায়োর রাড়ী, যুবদল নেতা আক্কাশ মালত, জাকির মুসল্লী, রুবেল কাজী, জহির মালত, এমতিয়াছ হাওলাদার, বিলাল মীর মালত, রাসেল বেপারী, ছাত্রদল নেতা ইমরান খান এবং বিএনপি নেতা খবির রাড়ি, শাজাহান কাজীসহ আরও অনেক নেতৃবৃন্দ।
শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করা হয়।

























