চন্দনাইশ -চট্টগ্রাম- প্রতিনিধি।।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় আধুনিক মানের শিক্ষা প্রতিষ্ঠান ‘গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ’ এর উদ্বোধন ও জিসিএস এডুকেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত শনিবার -২১ ডিসেম্বর- দুপুরে বিদ্যালয়টির হল রুমে সম্পন্ন হয়েছে।
গ্রীণ চার্টার্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক এমএ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ও সিনেট মেম্বার ড. সুকান্ত ভট্টাচার্য। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ওমানের বাংলাদেশ ইন্টারন্যাশনাল -ইউকে- স্কুল জালান’র প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল মান্নান -সি আই সি-।
বিশেষ অতিথি ছিলেন-চন্দনাইশ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. কবির হোসেন, চকরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন মুহাম্মদ আলমগীর- চট্টগ্রাম আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল প্রধান শিক্ষক শফিউল ইসলাম আলমগীর- মোস্তফা হাকিম বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের লেকচারার মোহাম্মদ নাজিম উদ্দীন।
টিভি উপস্থাপক নামেরি নামুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রীন চার্টার্ড স্কুল এন্ড কলেজ প্রধান শিক্ষক মো. রাকিব হোসাইন। আলোচনায় অংশ নেন- সাংবাদিক নাসির উদ্দীন বাবলু- এড.মো. দেলোয়ার হোসেন, প্রকৌশলী জসিম উদ্দিন জনি- ইসলামী ব্যাংক দোহাজারী শাখার হেড অফ ব্রাঞ্চ টিএম আতিকুল্লাহ ইসলামাবাদী- আলআরাফা ইসলামী ব্যাংক ব্যবস্থাপক এমএম ওসমান ওমরী- মুন্সি আব্দুর রব সৌরভ- গ্রীণ চার্টার্ড স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক- এড. রিদওয়ানুল হক- মো.সোলাইমান, ওবায়দুল আকবর টুটুল- মো ইউনুস- রোকন উদ্দিন আজম-কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদ খান আশিক প্রমূখ।
পরে জিসিএস এডুকেশন স্কলারশিপ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়া পরীক্ষার্থীর মধ্যে প্রথম পুরষ্কার বিজয়ী রায়জোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী মোসতাকিম চৌধুরী জারিফকে ৫০ হাজার টাকা সহ মোট ৭২জন শিক্ষার্থীকে বৃত্তি পুরষ্কার প্রদান করা হয়।