
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
গতকাল সোমবার ২১ জুলাই দৈনিক আজকের বাংলা পত্রিকা অনলাইনে একটি ভিডিও নিউজ “রামগঞ্জে ধর্ষকের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল” শিরোনামে প্রকাশ হওয়ার পর রামগঞ্জের আলোচিত ধর্ষক ছোট মনুকে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
এর আগে গত রবিবার বিকালে রামগঞ্জ উপজেলা নোয়াগাঁও বাজারে ছয় বছরের শিশু (মরিয়ম) ধর্ষণের প্রতিবাদে ধর্ষক মনু মিয়া কে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, গত শুক্রবার পশ্চিম নোয়াগাঁও গ্রামের (মনির হোসেনের মেয়ে মরিয়ম নামের) (৬) ছয় বছরের এক শিশুকে ছোট মনু মিয়া নামের এক পাষন্ড (৪৫) ধর্ষণ করে মুমূর্ষ অবস্থায় ফেলে পালিয়ে যায়। মারাত্মক আহত অবস্থায় ধর্ষিতার পরিবার তাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করা হয় বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে ।
ধর্ষক ছোট মনু মিয়া নোয়াগাঁও ইউনিয়নের নোয়াগাঁও পাঠান বাড়ির মৃত আব্দুস সাত্তারেের ছেলে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার জানান ধর্ষণের পরপরই ধর্ষক মনু মিয়া পালিয়ে যায়। ধর্ষিতার পিতা মোঃ মনির হোসেন বাদী হয়ে রামগঞ্জ নারী ও শিশু নির্যাতন আইনে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ২২জুলাই মঙ্গলবার রামগঞ্জ থানা পুলিশ ভোররাতে চাঁদপুর জেলার হাজী গঞ্জ উপজেলার দোয়াভাঙ্গা এলাকা থেকে মনু মিয়াকে গ্রেফতার করেছে। আজ দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে। থানায় একটি ধর্ষণ মামলা হয়েছে।