
এম জালাল উদ্দীন, খুলনা:
“দেশ থাকলেই আমরা সবাই থাকবো। দেশকে সামনে এগিয়ে নিতে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন”—এমন আহ্বান জানিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান।
শনিবার (৩ জানুয়ারি) রূপসা থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় থানা এলাকার বাসিন্দারা তাদের দৈনন্দিন আইনশৃঙ্খলা সংক্রান্ত নানা সমস্যা পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। তিনি উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা ও সমাজে শান্তি বজায় রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠান শেষে পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান রূপসা থানায় কর্মরত অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, রূপসা থানার অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীরসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় সুধীজন।

























