
ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী দেবহাটা উপজেলা শাখার আয়োজনে সদস্য -রুকন- সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার -৬ এপ্রিল- বিকাল ৩টায় কুলিয়া এলাহী বক্স দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ সদস্য -রুকন- সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সদস্য -রুকন- সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম’র সভাপতিত্বে ও সেক্রেটারী এইচ এম ইমদাদুল হক’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ্ব মাহবুবুল আলম, কর্মপরিষদ সদস্য মোস্তফা আসাদুজ্জামান মুকুল, মহিউদ্দিন মাহমুদ, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী সোলায়মান হোসেন, কর্মপরিষদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন, মাওলানা আব্দুল ওয়াহেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।