এম শাহাবুদ্দিন -রাজশাহী।।
রাজশাহীর দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ -ওসি- হিসেবে যোগদান করলেন মো. দূরুল হুদা।
গত ২সেপ্টেম্বরে মাসুদ পারভেজ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বদলী হলে ৭ সেপ্টেম্বর বগুড়া জেলা পুলিশ থেকে রাজশাহীর দুর্গাপুর থানায় অফিসার ইনচার্জ -ওসি- হিসেবে যোগদান করেছেন মো. দূরুল হুদা।
তিনি দুর্গাপুর থানায় যোগদান করেন। ইতিপূর্বে ঢাকার আদাবর থানায়ও কর্মরত ছিলেন। তিনি ২৭ তম আউট সাইড ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। ওসি দূরুল হুদা’র নিজ জেলা চাঁপাইনবাবগঞ্জ।