
নেত্রকোণা প্রতিনিধি,
জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে নেত্রকোণার দুর্গাপুরে উদ্বোধন করা হলো ভূমি সেবা সহায়তা কেন্দ্র। সোমবার বিকেলে সরকারী অনুমতিপ্রাপ্ত উল্লাস ফটোগ্রাফি এন্ড কম্পিউটার সিটিতে এ সহায়তা কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাভিদ রেজওয়ানুল কবীর।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মোস্তাফিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, সহ বাজারের ব্যবসায়ী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ । উদ্বোধন শেষে দোয়া হয়।
এ সহায়তা কেন্দ্রের মূল লক্ষ্য হচ্ছে প্রান্তিক মানুষের জন্য ভূমি সেবাকে নিরাপদ এবং সহজ করে তোলা। এই সেবা কেন্দ্র থেকে উপজেলাবাসী সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, পর্চা সংগ্রহ, দলিল যাচাই, জমির নকশা খতিয়ানসহ বিভিন্ন ধরনের ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন। আবেদনগুলো অনলাইনে জমা দেওয়ার সুযোগও থাকবে, যাতে ভোগান্তি ও সময়ের অপচয় কমে।