পলাশ সাহা
নেত্রকোণা প্রতিনিধি।।
নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার দুর্গাপুর উপজেলা ছাত্রদল,পৌর ছাত্রদল,কলেজ ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা সকাল থেকে দুর্গাপুর পৌর শহরে দলে দলে এসে জড়ো হতে থাকেন। এরপর এক বর্ণাঢ্য র্যালি দুর্গাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে৷ এসময় বিভিন্ন স্লোগানে তারা চারপাশ মুখরিত করে তোলেন।
এই আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে শহীদ সন্তোষ পার্কে এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়৷ এতে বিএনপি নেতৃবৃন্দ ছাত্রদলের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক কথা বলেন।
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এমন আয়োজন করায় বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ ছাত্রদলকে অভিনন্দন বার্তায় সিক্ত করে বলেছেন সমাজের উন্নয়নে ও ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল অগ্রণী ভূমিকা পালন করবে।
ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুর্গাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক পারভেজ মোশাররফ মাসুম বিল্লাহ ও সদস্য সচিব আলমগীর হোসেন বলেন- দলকে সুসংগঠিত করতে তারা আরো নিবেদিতভাবে কাজ করবেন।
দীর্ঘদিন পর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এমন বর্ণাঢ্য আয়োজন নেতা কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রদল রাজপথে সর্বদা সোচ্চার ভূমিকা রাখবে,এমনটাই বলছেন তারা।