
পাবনা প্রতিনিধি:
পাবনা-৩ আসনের সাবেক এমপি,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম বলেছেন,পাবনা-৩ আসনে বিএনপির কোন প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত হয়নি। কেউ বললে,সেটা ভুল।
চাটমোহরে প্রার্থী চাই,দাবি মোদের একটাই আনোয়ার ভাইকে প্রার্থী চাই” শোলাগানে মুখরিত করে তোলেন গোটা স্টেশন এলাকা।
এখন সবাই আনন্দ উল্লাস করছে ধান শীষকে নিয়ে। বিএনপি ও অঙ্গ সংগঠণের অসংখ্য নেতা-কর্মী আজকে এসেছেন। আমাদের নেতা তারেক রহমান দেশে আসবেন। তারেক রহমান দেশে আসার পর আমাদের এলাকায় যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে,তা থেকে মুক্তি পাবো। শান্তি ফিরে আসবে। আমরা তার জন্য অপেক্ষা করবো।
সোমবার (৭ জুলাই) বিকেলে চাটমোহর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠণ কর্তৃক আয়োজিত কে এম আনোয়ারুল ইসলামের পক্ষে বিশাল শোভাযাত্রার পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি একথা বলেন।
সাবেক এমপি আনোয়ারুল ইসলাম আরো বলেন,আপনারা চিন্তা করছেন,দলের নমিনেশন হয়েছে। এটা অনেক দূরের কথা,৭/৮ মাস পর এ নিয়ে সিদ্ধান্ত হবে। কেউ বলে থাকলে,এটা ভুল। আমরা সবাই ধানের শীষের জন্য কাজ করে যাবো। ধানের শীষ আমাদের প্রাণ। তারেক রহমান দেশে আসবেন,তারপর নমিনেশনের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
এজন্য আমরা অপেক্ষা করবো,আমরা সবাই একত্রিত হয়ে কেবল ধানের শীষের জন্য কাজ চালিয়ে যাবো। মনোনয়নের সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করবো। এখন যা চলছে,তা সঠিক নয়। আমরা ধানের শীষের পক্ষে থাকবো,তারেক রহমানের পক্ষে থাকবো। তার জন্য আমরা দোয়া করবো।
বিএনপির সাবেক এই সংসদ সদস্য সোমবার বিকেলে রাজশাহী থেকে ট্রেন যোগে চাটমোহর রেলওয়ে স্টেশনে নামলে হাজার হাজার নেতা-কর্মী তাকে স্বাগত জানান। নেতা-কর্মীরা ‘দাবি মোদের একটাই,চাটমোহরে প্রার্থী চাই,দাবি মোদের একটাই আনোয়ার ভাইকে প্রার্থী চাই” শোলাগানে মুখরিত করে তোলেন গোটা স্টেশন এলাকা।
এরপর কয়েক শত মোটরসাইকেল নিয়ে বের হয় শোভাযাত্রা। শোভাযাত্রাটি চাটমোহর উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিএনপি নেতা আঃ কুদ্দুস আলো মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,এ্যাড.আশরাফুজ্জামান হালিম,প্রভাষক সিরাজুল ইসলাম,আঃ রহিম,সোহেল রানা,
কফিল উদ্দিন,অধ্যাপক বজলুর রহমান,ইউপি সদস্য আঃ কুদ্দুস রেজা,মুক্তিযোদ্ধা আঃ গফুর সরকার,আজিজুল হক,গোলজার হোসেন, নজরুল ইসলাম,কাজী খোকন,সাঈদ উল
ইসলাম কাফী,
যুবদল নেতা ফরুক হোসেন, তানভীর জুয়েল লিখন,স্বেচ্ছাসেবক দলের রেজাউল করি,আসাদুজ্জামান লেবুসহ অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন।