
তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
বিএনপির ডাকা হরতালে কুমিল্লার দাউদকান্দিতে সকাল থেকেই মাঠ দখলে রেখেছে স্থানীয় আ.লীগ ও অংঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এদিন বিএনপির কোনো রকম তৎপরতা চোখে পড়েনি দাউদকান্দি উপজেলায়। জনজীবন ছিল স্বাভাবিক।
যথারীতি চলেছে অফিস আদালত,খোলা ছিল স্কুল কলেজ। রবিবার সকাল থেকে উপজেলা ও পৌরসভা আ.লীগের উদ্যোগে আয়োজিত হরতাল রোধে প্রতিবাদ মিছিল হয়েছে উপজেলাজুড়ে।এতে অংশগ্রহণকারীরা হরতাল বিরোধী শ্লোগানে মুখরিত রাখে।পরে প্রতিবাদ মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,পৌর মেয়র নাইম ইউসুফ সেইন, জেলা পরিষদ সদস্য জেবুন্নেসা জেবু, জেলা পরিষদ সদস্য নাছিম ইউসুফ রেইন,কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি ও পৌর প্যানেল মেয়র রকিবউদ্দীন রকিব, উপজেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক লায়লা হাসান, পৌরসভা আ. লীগের সভাপতি প্রার্থী খন্দকার ফারুক।এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শিউলি আক্তার,মহিলালীগ নেত্রী স্বর্ণা আক্তারসহ দাউদকান্দি উপজেলা আ.লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।