
শিমুল তালুকদার,
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহীন কে নৃশংস ভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের দৃস্টান্ত মূলক শাস্থির দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন ফরিদপুরের সদরপুর উপজেলার কর্মরত সকল প্রিন্ট, ইলেট্রনিক ও অনলাইন পোর্টালের
সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ১১ টায় সদরপুর উপজেলা পরিষদের সামনে সদরপুরের কর্মরত সকল সাংবাদিক সংগঠনের যৌথ উদ্দোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দৈনিক আমার দেশ পত্রিকার সদরপুর প্রতিনিধি মোঃ শেখ সোবাহান এর
সঞ্চালনায় মানববন্ধনে সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবীতে বক্তব্য রাখেন সাংবাদিক মামুন অর রশিদ, সাংবাদিক তানভির তুহীন, প্রভাত কুমার সাহা, সাঈদুর রহমান লাভলু, আবুল বাশার মিয়া, সাব্বির হাসান, কবির হোসাইন সাংবাদিক শিমুল তালুকদার, মাহবুবুল ইসলাম পিকুল প্রমুখ।
বক্তারা অনতিবিলম্বে সাংবাদিক আসাদুজ্জামান তুহীন হত্যাকারীদের গ্রেফতার করে দৃস্টান্ত মূলক শাস্থির দাবী জানান।