ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ত্রিশাল-নান্দাইল সড়কে গতকাল রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর বইন্যার ব্রীজে ত্রিশালগামী শালবন বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ত্রিশালগামী শালবন বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ধানীখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ সোহেল জানান, সন্ধ্যা সাড়ে সাত টার দিকে বালিপাড়া থেকে ত্রিশালগামী চালকসহ একটি মোটরসাইকেলে দুইজন আরোহী নিয়ে ফিরছিলো। পথিমধ্যে বালিপাড়া ইউনিয়নের বাহাদুরপুর বইন্যার ব্রীজে ত্রিশালগামী শালবন বাস ওভারটেক করার সময় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীরা সড়কে পরে পড়ে গেলে ঘটনা স্থলেই তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন, উপজেলা ধানীখোলা ইউনিয়নের উজান ভাটিপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে আরিফ হোসেন (২৪) ও একই ইউনিয়নের মধ্যে ভাটিপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে অলিউল মিয়া (২৩)। তারা দুজনই এক সাথে ত্রিশালে ফিরছিল।
অলিউলের স্বজনরা জানান, অলিউল তাঁর মামাতো ভাইয়ের বিয়ের দাওয়াতে গিয়েছিল। ফেরার পথে এমন দুর্ঘটনা শিকার হয়েছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, মরদেহ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের পরিচয়ও শনাক্ত করা হয়েছে।