তিতাস (কুমিল্লা)প্রতিনিধি।।
কুমিল্লার তিতাস উপজেলার গৌরীপুর-হোমনা সড়কের কেশবপুর নামক স্থানে বিসমিল্লাহ কমিউনিটি সেন্টারে সামাজিক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।গতকাল রোববার বিকালে ইয়ুথ এন্ডিং হাঙ্গার,দি হাঙ্গার প্রজেক্ট এর আয়োজনে ও ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্ক এর সহযোগিতায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।ফ্রিডম অফ রিলিজিওন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্ক এর কান্ট্রি ড্রিরেক্টর ড.শাহনাজ করিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মো. সাইফুল আলম মুরাদ,জগতপুর ইউপি চেয়ারম্যান মো.মজিবুর রহমান প্রমুখ।অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন গাজীপুর আজিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ আবদুর রউফ,উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.বশির আহমেদ,উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র শাহা,উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর,উপজেলা পরিষদ মসজিদের ইমাম মুফতি মো.শামসুদ্দিন, উপজেলা ছাত্র লীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও মাছিমপুর আর. আর.ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী,উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার লনি দেবনাথ,উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খৃষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বাবু লক্ষণ চন্দ্র কর্মকার,সাংগঠনিক সম্পাদক রঞ্জন চন্দ্র দাস,যুব ঐক্য পরিষদের সভাপতি রঞ্জিত দেবনাথ যুগ্ম- সাধারণ সম্পাদক রতন চন্দ্র শীল ও উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক খায়রুল খন্দকার রুবেলসহ রাজনীতিবীদ,
শিক্ষার্থী ও বিভিন্ন শেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।