
তিতাস -কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বেপরোয়া গতিতে সিএনজি চালানো বন্ধের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে গৌরীপুর হোমনা সড়কের জিয়ারকান্দি গোমতী ব্রিজের ওপর এই
মানববন্ধন অনুষ্ঠিত হয়। গৌরীপুর মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেলিম সরকারের সভাপতিত্বে এবং ইংরেজি ভার্শনের প্রশাসনিক কর্মকর্তা ফখরুল ইসলামের পরিচালনায় মানববন্ধনে বেপরোয়া গতিতে সিএনজি চালানো বন্ধ ও অদক্ষ সিএনজি চালকদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- কলামিস্ট ও কবি আলী আশরাফ খান,কড়িকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মো.ইমাম হোসেন ইমন,গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজের পরিচালক নজরুল ইসলাম,
বাংলা ভার্শনের উপাধ্যক্ষ সাইফুল ইসলাম,ইংরেজি ভার্শনের সহকারী বাংলা শিক্ষক আবদুল আহাদ,সাংবাদিক হানিফ খান প্রমুখ।সড়ক দুর্ঘটনায়
নি হত ফাহাদ আল মুহিতের সহপাঠী অষ্টম শ্রেণির শিক্ষার্থী আইরিন আক্তার মানববন্ধনে কান্না জড়িত কন্ঠে অভিনয় করেন।
উল্লেখ্য,গত রোববার বিকেলে হোমনা-গৌরীপুর আঞ্চলিক মহাসড়কের দড়িকান্দি শিবপুরের রাস্তার মাজা-মাঝি জায়গায় ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নি হত হন উপজেলার দুঃখিয়ারকান্দি গ্রামের হাজ্বী মো.জামাল হোসেন(৭৫) ও মজিদপুর গ্রামের আল মামুনের পুত্র গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ফাহাদ আল মহিদ(১৫)।এরই প্রতিবাদে গৌরীপুর আনন্দ মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজেের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।