
তিতাস-কুমিল্লা-প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বিএনপি- জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।উপজেলা আ.লীগ এবং সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে গতকাল বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন উপজেলা যুবলীগের অস্থায়ী কার্যালয়ের সামনে উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ইঞ্জিনিয়ার আবদুস সবুর।তিতাস উপজেলা আ.লীগের সহ-সভাপতি মো.শাহ আলম শান্তির সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক মীর শওকত লিটনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ.লীগের সহ-সভাপতি ড. আবদুল মান্নান জয়,কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুহাম্মদ দেলোয়ার হোসেন পলাশ,তিতাস উপজেলা আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সারওয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ, কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার,উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষার প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সালেহ মোহাম্মদ টুটুল।
দাউদকান্দি উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার,কুমিল্লা উত্তর জেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদক মোসামৎ পারুল আক্তার,কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএস সুমন,ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান মো.বাবুল আহমেদ,কলাকান্দি ইউনিয়ন আ.লীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার চেয়ারম্যান,বলরামপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন,ভিটিকান্দি ইউনিয়ন আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মো.কবির সিকদার,সাধারণ সম্পাদক মো.শহিদুল্লাহ সরকার,কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক সদস্য মো.নজরুল ইসলাম কাজল,উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোসামৎ হাসিনা আক্তার,উপজেলা যুবলীগ নেতা মো.মহিউদ্দিন আহমেদ, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো.আওলাদ হোসেন,সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম তারাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।এরআগে গৌরীপুর-হোমনা সড়কে বিএনপি জামাতের ডাকা গনবিরোধী অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে নেতৃবৃন্দরা।