তিতাস – কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি শেখ হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবিতে বিএনপির ডাকা কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে গতকাল বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত হোমনা-গৌরীপুর সড়কের কড়িকান্দি বাজারে এই অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার।
তিতাস উপজেলা বিএনপির আহবায়ক মো.ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মো.মেহেদী হাসান সেলিম ভূইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজী আলী হোসেন মোল্লা- যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান ভিপি- কাজী কবির হোসেন সেন্টু -রুবি ইসলাম- সদস্য তোফায়েল হোসেন খাঁন প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন কড়িকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি,বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান- উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া- উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন মেম্বারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।