
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাসে ২০২৫ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে।গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ।এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূইয়া, একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রকৌশলী শহিদুল ইসলাম, গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আতাউর রহমান রবিন।এ সময় আরও উপস্থিত ছিলেন বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোখলেসুর রহমান, মাছিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক
গিয়াস উদ্দিন বাবু, লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বশির আহমেদ, কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী গোফরান,মঙ্গলকান্দি ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ খন্দকার নুরুল আমিন, গাজীপুর আজিজিয়া আলীম মাদরাসার অধ্যক্ষ আবদুল রউফসহ বিভিন্ন মাদরাসা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা।