এস এ ডিউক ভূঁইয়া,
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়নের উত্তর শ্রীনারায়ণকান্দি গ্রামে দুইদিনে পাগলা কুকুরের কামড়ে প্রতিবন্ধীসহ ৫জন আহত হয়েছে।রবিবার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দা নওশীন আফরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’দিনে প্রায় ৫ জনকে কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
তারা চিকিৎসা নিয়ে যে যার বাড়িতে চলে গেছে।তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ও স্থানীয়দের সূত্রানুযায়ী,শনিবার সকাল থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত পাগলা কুকুরের কামড়ে ৫ জন আহত হয়েছেন।
আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন,আবার কেউ কেউ চিকিৎসা নিয়ে বাড়ি চলে যায়।আহত প্রতিবন্ধী সজিব মোল্লা (১৭)এর পিতা ইউনুস মোল্লা জানান, রোববার সকাল ৮টার দিকে বাহির থেকে নিজের ঘরে আসার সময় বাড়ির সীম গাছের নীচ থেকে এসে এক পাগলা কুকুড় তার ছেলের উপর আক্রমণ করে।এ সময় তার ডান পায়ে কামড় বসিয়ে দেয় কুকুরটি।পরে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি।কুকুরের কামড়ে আহত বাইজিদ(,০৮) এর মা বলেন, সকালে বাহির থেকে ঘরে আসার সময় একটি কুকুর আমার ছেলের পায়ে কামড় বসিয়ে দেয়।অপরদিকে একই গ্রামের আ. কাদির ও অহাব মিয়ার স্ত্রীকেও পাগলা কুকুর কামড়িয়েছে বলে খবর পাওয়া গেছে। তারা চিকিৎসা নিয়ে বাড়ি চলে যাবার খবর পাওয়া গেছে। উপজেলা বাতাকান্দি গ্রামের শাহিন আলম জানান, আমি বাতাকান্দি বাজারের পাশ দিয়ে হাটছিলাম হঠাৎ করে একটি কালো কুকুর এসে আমার পায়ে কামড় বসিয়ে দেয়,তাই আমি চিকিৎসা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছি। ইদানীং কুকুরের উপদ্রব বেড়ে গেছে।এটা যদি নিয়ন্ত্রণে না আনা যায়,তবে আমার মতো অনেকেরই এমন অবস্থা হতে পারে বলে তিনি জানান।এ বিষয়ে বলরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. নূর নবীর মুঠোফোনে কল করলে তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।