তিতাস -কুমিল্লা- প্রতিনিধি।।
কুমিল্লার তিতাসের বলরামপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকাল ৪ টার দিকে উপজেলার গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠ প্রাঙ্গণে বলরামপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ উপলক্ষে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোজাম্মেল হক মজনু পাঠানের সভাপতিত্বে আগামী নভেম্বরের মাসের ২ তারিখের কর্মী সমাবেশকে সফল করার লক্ষে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক কাজী কবির হোসেন সেন্টু ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো.আক্তারুজ্জামান।
বলরামপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.নুরে আলম সরকারের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম- উপজেলা কৃষক দলের আহবায়ক মো.শাহজাহান সওদাগর- মো. অহিদুর রহমান মাষ্টার- বিএনপি নেতা জাহাঙ্গীর আলম,নেয়াজমুল হক রিপন- মো.সাইদুর রহমান- মো. বশির পাঠান- বলরামপুর ইউনিয়ন শ্রমিক দলের আহবায়ক মো.শেখ ফরিদ শেকা- বলরামপুর ইউনিয়নের ৯ টি ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।