
শওকত আলম, ককসবাজার:
কক্সবাজারের টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) ভোর অনুমানিক ৫টা ৩০ মিনিটে টেকনাফ মডেল থানা পুলিশের একটি বিশেষ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, হোয়াইক্যং ইউনিয়নের কক্সবাজার-টেকনাফ মহাসড়কের কাটাখালী পশ্চিম পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী জমির উদ্দিন (২৫) কে গ্রেফতার করা হয়। তিনি হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের খারিংগাঘোনা এলাকার মৃত আয়ুব আলীর ছেলে।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদককারবারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান সম্পর্কে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, এ ধরনের অভিযান এলাকায় মাদকের বিস্তার রোধে ইতিবাচক ভূমিকা রাখবে। তারা পুলিশের এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।