
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি:
‘সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাতে পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার উজ্জল কুমার রায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
এবারের নিয়োগে শূন্য পদ অনুযায়ী ৯ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন এবং আরও ২ জনের নাম অপেক্ষমান তালিকায় ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণার পর উত্তীর্ণদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকরা আবেগপ্রবণ হয়ে জানান, তারা কৃষক, দিনমজুর, অটোচালকসহ নানা পেশার সঙ্গে জড়িত। মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে পুলিশ নিয়োগ হওয়ায় তাদের সন্তানরা আজ বাংলাদেশ পুলিশের মতো একটি গর্বিত বাহিনীতে যোগদানের সুযোগ পেয়েছে। এজন্য তারা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পুলিশ সুপার উজ্জল কুমার রায় উত্তীর্ণদের উদ্দেশ্যে বলেন, “কয়েক ধাপের পরীক্ষায় চূড়ান্তভাবে যারা উত্তীর্ণ হয়েছে, প্রত্যেককে অভিনন্দন জানাই। সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশে দায়িত্ব পালন করতে হবে।” এ সময় তিনি সদ্য নির্বাচিত কনস্টেবলদের প্রশিক্ষণকালীন বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।