এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
খুলনা জেলা বিএনপি’র নবগঠিত কমিটির সদস্য সচিব আবু হোসেন বাবু’র আশু রোগমুক্তি কামনায় পাইকগাছা উপজেলা-পৌরসভা সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার বিকালে পৌরসভা ৬ নং ওয়ার্ডে বিএনপির অস্থায়ী কার্যলয়ে আয়োজিত দোয়া মাহফিল উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ আব্দুল মজিদ। ওলামা দলের সদস্য সচিব মাওলানা আবুল কালাম এর দোয়া পরিচালনায় মধ্যে দিয়ে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা ও আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সভাপতি জিএম আব্দুস সাত্তার- সাবেক চেয়ারম্যান মোড়ল শাহাদাৎ হোসেন ডাবলু- উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল- সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন- পৌর বিএনপির সভাপতি সেলিম রেজা লাকী।
এসময়ে আরো উপস্থিত ছিলেন- প্রনাব কান্তি মন্ডল- প্রভাষক ইকবাল- আসাদুজ্জামান খোকন-মেছের আলী সানা-সন্তোষ সরদার- মাষ্টার মুজিবর-বাবর আলী- আবু মুছা-সায়েদ আলী বাবলা-নাজমুল হুদা মিন্টু- সরজিত ঘোষ দেবেন- আরিফুল রহমান-সুজায়েত হোসেন-মোসতাকিম- আবুল কাসেম-আকিজ বিশ্বাস-ইদ্রিসজ খা-শামছুজ্জামান-আসাূুজ্জামান মামুন-কুদ্দুস- মুরাদ-শাহিন মোড়ল- নুর আলী- সাহেব আলী- ইলিয়াস-খালিদ হোসেন-শহিদ-মিলন-আজিজুল-ফরাদ প্রমুখ।