
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রæয়ারি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পন, আলোচনাসভা সহ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, থানা পুলিশ, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, সাংবাদিক সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। মঙ্গলবার দিনে উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগ সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পৃথক ভাবে আলোচসভা সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
এসব কর্মসূচিতে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, অস্থায়ী উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সহকারি পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধর, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুল কাইয়ূম, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল হক, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবদুর রব সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম আজাদ, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস প্রমূখ। এসব অনুষ্ঠানে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতৃবৃন্দ সহ সকল শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন