
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
৫ ডিসেম্বর রোববার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলাম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, ডা.শারমিন আরা আশা, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম মখলেছুর রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা রাপ্রæচাই মারমা, সমবায় কর্মকর্তা দিলোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা ইলিয়াছ আলী, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব পরিতোষ চক্রবর্তী শিবু, বিজয় দেব, উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী, শিক্ষক সুদীপ ভট্রাচার্য্য, জালাল উদ্দিন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিন, সমাজকর্মী মাশ্বাদুল হক চৌধুরী রাসেল প্রমূখ।
সভায় মহান বিজয় দিবস, স্বাধীনতা সুবর্ণজয়ন্তী ও শহীদ বুদ্ধিজীবি দিবস পালন নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং বিজয় দিবসের দিনে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে সবাইকে অংশ গ্রহণের আহবান জানানো হয়েছে।