জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি।।
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিষপানে ফুলপরী বেগম (৫৫) নামের এক নারী আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রসুলপুর-ইনাতগঞ্জ গ্রামের বাসিন্দা।
জানাগেছে, ১ এপ্রিল শনিবার সন্ধ্যায় ফুলপরী বেগম বিষপান করে মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে থাকেন। রাত ৮ টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। ২ এপ্রিল রোববার ঘটনার সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলাম বলেন, এ মহিলার পোস্টমর্টেম সিলেট ওসমানীতে হয়েছে। তবে আত্মহত্যার কারণ পাওয়া যায়নি