এনামুল হক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।।
শহীদ নুরুল হুদা মুছা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মেধাবী শিক্ষার্থী ছিলেন। ছাত্রজীবনে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। ১৯৯৪ সালের এই দিনে- ৬ নভেম্বর- একটি প্রতিক্রিয়াশীল রাজনৈতিক সন্ত্রাসী গোষ্ঠীর হাতে নির্মমভাবে নিহত হন তিনি।
শহীদ নুরুল হুদা মুছার সাহসী ও প্রতিবাদী ভূমিকাকে স্মরণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা বলেন- অন্যায়ের বিরুদ্ধে তাঁর অটল অবস্থান ও সাহসীকতা আজও অনুপ্রেরণার উৎস হয়ে রয়েছে। তাঁর এই আত্মত্যাগ ভবিষ্যতেও প্রজন্মকে ন্যায় এবং সাহসের পথে পরিচালিত করবে।
শহীদ নুরুল হুদা মুছার জন্য সকলের দোয়া প্রার্থনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা তার আত্মার মাগফিরাত কামনা করেছে।