
মোঃ আবু তৈয়ব
হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।
চবির হলে খাবারের মান যাছাইয়ে কর্তৃপক্ষের অভিযান- ডাইনিং পরিচালনায় যুক্ত হচ্ছে শিক্ষার্থীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের -একাডেমিক-নেতৃত্বে প্রক্টর- প্রক্টরিয়াল বডির দু’জন সদস্য হল প্রভোস্টকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হল ডাইনিংয়ের রাতের খাবার পর্যবেক্ষণ করেন। এসময় তারা শিক্ষার্থীদের বেশকিছু অভিযোগের সত্যতা পায়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের অভিযোগ আমলে নিয়ে ডাইনিং পরিচালনায় পরীক্ষামূলকভাবে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার অনুরোধ জানায়। এসময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে ৭ জন শিক্ষার্থী সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়।
পরীক্ষামূলক এই কার্যক্রম সফলতার মুখ দেখলে প্রত্যেক মাসেই একদল শিক্ষার্থী পর্যায়ক্রমে ডাইনিং পরিচালনায় অংশগ্রহণ করবে।
প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ জানান- পুরো প্রক্রিয়াটি পরীক্ষামূলক পর্যায়ে আছে। আগামীকাল হল কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষার্থীদের সাথে আলাপ-আলোচনা করে পূর্ণাঙ্গ পরিচালনা পদ্ধতি ঠিক করবেন। কিছুদিন অতিবাহিত হওয়ার পর সার্বিক বিষয়গুলো বিবেচনা করে একটি পূর্ণাঙ্গ পরিচালনা পদ্ধতি ঠিক করা সম্ভ।