
চন্দনাইশ প্রতিনিধি মোঃনেয়াজুর রহমান নয়ন,
চন্দনাইশে ১২ই জুলাই সকাল ৯টায় উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হলো নবচিন্তা “তরুণদের দক্ষতা ও উন্নয়ন বিষয়ক” সেমিনার ২০২৫। স্বপ্নবিলাস বিদ্যানিকেতনের আয়োজনে এবং চন্দনাইশ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মাকসুদুর রহমান, সভাপতি, চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম।অধ্যাপক ওমর ফারুক, শিক্ষক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি হাসান আলী, তরুণ উদ্যোক্তা ডা. শাহাদাত হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ওউপদেষ্টা,চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম
এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, সাবেক সভাপতি, আইনজীবী সমিতি, চট্টগ্রাম জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, চন্দনাইশ সমিতি, চট্টগ্রাম
ডিপ্লোম্যাসি চাকমা, উপজেলা ভূমি কর্মকর্তা
গোলাম সরোয়ার, অফিসার ইনচার্জ, চন্দনাইশ থানা
মোফাচ্ছেল হক, ডিরেক্টর, টিকে গ্রুপ
কুতুবউদ্দিন, সমাজসেবক, চন্দনাইশ
প্রায় দুইশর অধিক স্বপ্নবাজ তরুণ উদ্যোক্তা, কলেজ ও ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে এই সেমিনার আয়োজন করা হয়।
উক্ত সেমিনারে অংশগ্রহণকারী বক্তারা তরুণদের দক্ষতা অর্জন, আত্মউন্নয়ন এবং কর্মসংস্থানমুখী চিন্তাধারার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয় ও জাতীয় পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণে এই সেমিনারটি চন্দনাইশের তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসেবে বিবেচিত হয়।