
ইসমাইল ইমন
চট্টগ্রাম প্রতিনিধি।।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস উল্টে একজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন।
শনিবার -২৯ জুন- সকাল ৯টায় দিকে উপজেলার ফৌজদারহাটের ফকিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শেষ করলে যানচলাচল স্বাভাবিক হয়।
আহতরা হলেন- নোয়াখালীর বেগমগঞ্জ থানার মো. মোস্তফার ছেলে মো. আরিফ -৩০- কুমিল্লার চৌদ্দগ্রাম থানার আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল মেতালেব -৫২- ও ফেনীর সোনাগাজী থানার কমল চন্দ্র নাথের ছেলে স্বপ্না রানী -৪৯-।তবে তাৎক্ষণিক নিহতের নাম ও আহতের অনেকের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান- গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই বাসটি ফেনীর দিকে যাচ্ছিলো। হঠাৎ কোনো কারণে ব্রেক চাপেন চালক। রাস্তা পিচ্ছিল থাকার ফলে এ সময় গাড়িটি উল্টে যায়।
অনেকে আবার বলছেন- গাড়িটির গতি বেশি ছিল- যার কারণে ব্রেক ধরতে পারেননি চালক। স্থানীয়দের মধ্যে কয়েকজন বিকট শব্দে চাকা ফাটার আওয়াজ পেয়েছেন বলেও জানা গেছে। তবে- ঠিক কী কারণে গাড়িটি এভাবে সড়কে উল্টে গেলো সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উক্ত বিষয়টি নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক। তিনি বলেন শনিবার সকাল ৯টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে ফৌজদারহাটে একটি বাস উল্টে যায়।এসময় ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।১৫ জন আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।তাদেরকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।