
তারান্নুম রিয়া মনি,
অল্পের জন্য রক্ষা পেল শপিংমল ও মার্কেট
গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানসনের পেছনে অবস্থিত কাঁচাবাজারে ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকাল ৬টার কিছু আগে আগুন লাগলে মুহূর্তেই তা বাজারের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে আশপাশের বড় শপিংমল, কাপড়ের মার্কেট ও বিপণিবিতান বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, ভোর ৫টা ৫৮ মিনিটে বাজারে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে জয়দেবপুর থেকে দুটি ও ভোগরা থেকে তিনটি—মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে এসে একযোগে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টা ১০ মিনিটের চেষ্টার পর সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
গাজীপুর ফায়ার সার্ভিসের জেলা প্রধান মোহাম্মদ মামুন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছাই। যদি আগুন আশপাশে ছড়িয়ে পড়তো তবে অনুপম শপিংমল, শাপলা ম্যানসনসহ অনেক মার্কেট মারাত্মক ক্ষতির শিকার হতো।”
এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় আতঙ্ক তৈরি হয়। দোকানদাররা ছুটে এলেও ভেতরে ঢুকে মালামাল বের করার সুযোগ পাননি। তাদের ধারণা, এই ঘটনায় কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুনের উৎস ও ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্ত করছে ফায়ার সার্ভিস।