
মো.ইমরান হোসেন
স্টাফ রিপোর্টার।।
গাজীপুরের পূবাইল থানার তালটিয়া এলাকায় মহানগর গোয়েন্দা বিভাগ (উত্তর)
৯ হাজার পিচ ইয়াবাসহ মাদক কারবারি ৩ জনকে আটক করেছে। মহানগর গোয়েন্দা পুলিশের চৌকস দল সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
উদ্ধারকৃত ইয়াবার অনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লাখ টাকা বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশ।
গ্রফতারকৃতরা হলেন, মকবুল আহমেদ (৫৩) কক্সবাজার জেলার টেকনাফ থানার পূর্ব পানখালী গ্রামের মৃত হাজী দুদু মিয়ার পুত্র , জামিল উদ্দিন (২৭) একই এলাকার পশ্চিম সিকদার পাড়ার মৃত আহম্মদ হোসাইনের পুত্র, ও জামিল উদ্দিনের স্ত্রী বিলকিস আক্তার মুক্তা (২৫)। তারা সবাই দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন স্থানে ভাড়া বাসায় থেকে মাদক ব্যবসা করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানাযায় , সোমবার রাত ১০টার দিকে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম পূবাইল থানার ৪২নং ওয়ার্ডের তালটিয়া এলাকার জাহাঙ্গীরের ভাড়াটিয়া প্রথমে মকবুল হোসেনকে ১ হাজার ইয়াবাসহ আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে তালটিয়া জামান ফিলিং স্টেশনের সামনে অপেক্ষারত জামিল উদ্দিন ও তার স্ত্রী বিলকিস আক্তার মোক্তাকে আটক করে আরও ৮ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে। তারা সবাই সংঘবদ্ধ মাদক কারবারি হিসাবে টেকনাফ থেকে ইয়াবা গাজীপুর মহানগরের বিভিন্ন স্থানে নিয়মিত সরবরাহ করত বলে পুলিশের নিকট জিজ্ঞাসাবাদে জানিয়েছে। পূবাইল থানার ওসি শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।