
উৎপল রক্ষিত,
রাষ্ট্রীয় কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচিকে সামনে রেখে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি উপলক্ষে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোয়ালী নরেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে। আজ বুধবার বিকেলে এ
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল। তিনি বলেন, “দেশে সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রীয় কাঠামো পুনর্গঠনে বিএনপির ৩১ দফা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হয়ে এবং ইনশাল্লাহ জনগণের সরকার গঠন হবে”।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মোঃহুমায়ুন কবীর খান। তিনি বলেন, “দেশের শ্রমজীবী মানুষ আজ অবহেলিত। বিএনপি ক্ষমতায় এলে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মজিবর রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন,সাবেক সিনিয়র যুগম সাধারন সম্পাদক কালিয়কৈর পৌর বিএনপি মোঃ সাইজউদ্দিন আহমমেদ প্রমুখ।
সমাবেশে সভাপতিত্ব করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলী আজম খান। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বোয়ালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃমজিবর রহমান এবং অরুণ প্রসাদ মজুমদার।
বক্তারা সবাই সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিতে তৃণমূল নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন।