
মো.ইমরান হোসেন, স্টাফ রিপোর্টার।।
গাজীপুর মহানগরীর ধান গবেষণা ইন্সটিটিউট এলাকায় বেতন ও ছুটির টাকার দাবিতে কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে স্টাইল ক্রাফট কারখানার শ্রমিকরা সড়কে অবস্থা নেন এবং কারখানার গেটে বিক্ষোভ করেন। ফলে ঢাকা-জয়দেবপুর সড়কে যান চলাচল বন্ধ থাকে।
শ্রমিকদের অভিযোগে জানাযায , গত জুন ও জুলাই মাসের বেতন দেয়নি এবং গত দুই বছরের ছুটির টাকাও দেয়নি। গতকাল বিকেলে বেতন দেওয়ার কথা কিন্তু দুপুরের পর কারখানার কর্মকর্তা ও মালিক পক্ষ পালিয়ে যায়। এ কারণে সকাল থেকে বিক্ষুব্ধ শ্রমিকরা আন্দোলন করছে।
কারখানার শ্রমিক শাহাদত হোসেন জানান, এই কারখানায় ৩ হাজার শ্রমিক কাজ করে। গতকাল মাইক দিয়ে ঘোষণা দিলো বেতন দেবে। পরে বিকেলে তারা পালিয়েছে। আমরা সকালে এসে দেখি কারখানা সাত দিন বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এতে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।
গাজীপুর মহানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল ইসলাম জানান, কারখানার শ্রমিকরা বেতনের দাবিতে সড়কে অবস্থান নিয়েছেন। আমরা শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরানোর চেষ্টা করছি এবং মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করছি। কারখানার বন্ধ থাকায় মালিক পক্ষের কারও সাথে যোগাযোগ করা যায়নি।